Sunday, 14 January 2024

Department

 



"জীবন" - সবুজ চক্রবর্তী (প্রথম সেমিস্টার/2023-24)


জীবন মানে কি হাতে গোনা কয়েকটা দিন ? 

না, তা বললে হবো যে নিতান্তই অর্বাচীন। 

জীবন মানে এক কঠিন সত্যি, 

যা বলতে নেই কোনো বিপত্তি।


জীবন মানে সম্পর্কের ভাঙ্গাগড়া,

জীবন মানে সুখ-দুঃখের টানা-পড়া।

জীবন মানে সব বাধা কাটিয়ে এগিয়ে চলা, 

জীবন মানে বাস্তবের নৌকায় ভেসে চলা।


জীবন মানে বেঁচে থাকার পরীক্ষা, 

জীবন মানে মৃত্যুর এক অবিশ্রান্ত প্রতীক্ষা ।।

" Alpana"- Sreya Pal ( Sem 3 / 2023-24)

 






A Graphic Story - Ishika (Sem 1 4 years Major / 2023-24)

 



              

               Please click on this link -     "Othelo"- A Graphic Representation 


"Decoration" - Anushka Dutta ( Sem 3 / 2023-24)


 

Saturday, 13 January 2024

"দীপজনম"- Suhita Bhattacharyaya ( Sem 1 4 Years Major/ 2023-24)

 
তোমার কাছে আমার কথার ইচ্ছে নিভে আসে।
 
তোমার নামে জল ছুঁয়ে যায় আকাশজোড়া নীলে,
 
জল-ছোঁয়ানো তারার নামে দিব্যি আমি কাটি :
 
ভুলব আমার চলার পথে দাঁড়িয়ে কারা ছিল।
 
 
'ভুলব' বলেই ভুলতে পারা সহজ নাকি এত?
 
তোমার খোঁজে চললে তুমি, আমার ছায়া দূরে...
 
মেঘ ভেসে যায়, চুপটি করে বৃষ্টি নেমে আসে,
 
তারার বাতি আমার কাছে, আঁচল ডোবা জলে..।
 
 
ততক্ষণে তোমার পায়ের চিহ্ন ধুয়ে গেছে,
 
ফুল ঝরে যায় বাউলগানে: উদাস শীতের বেলা,
 
তোমার শপথ বড়োই কঠিন, তাও কি সঠিক ছিল?
 
সুরের কাছে আমার ঋণে রইনু বাঁধা একা।
 
 
আজকে আবার নতুন করে দীপ জ্বালাব আমি,
 
দীপক রাগে সুর করেছি আমার সকল গানে,
 
তোমার নামে জ্বালাই তারা ভাগীরথীর বুকে...,
 
দীপজনমে রাখব আমার সকল প্রতিশ্রুতি।।
 
 
 
                                                              --- সুহিতা ভট্টাচার্য্য
 


পাঠাভিজ্ঞতা --বই - "স্রোতোবক্ষে রাখিব মর্মর ধরণ - কবিতাসংকলন" - সন্মাত্রানন্দ - by Suhita Bhattacharyaya ( Sem 1 4 years Major/2023-24)


 

বইয়ের পাঠানুভূতি লেখা আমার পক্ষে বেশ কঠিন কাজ। সে যেকোনো ধরনের বই হোক না কেন। কোনো বইয়ের কথাবিশ্ব রচনা করার আগে তার কেন্দ্রে থাকা যে নিরবয়ব চিন্তা পূর্বতঃসিদ্ধভাবে সঞ্চিত হয়ে থাকে কথাকারের চেতনায়, তার ব্যাসকূটগুলি (আমার মনে হয়) কবিতার মতোই জটিল ও মননশীল ব্যক্তির নিকট সুস্বাদু, তার ছন্দোবদ্ধ প্রশ্নগুলি কাব্যের ছন্দের মতোই পাঠক ও কথাকার - উভয়ের ভাবজগৎকে আন্দোলিত করে। প্রকাশে তার রূপ হতেই পারে ছোটগল্প বা উপন্যাস বা প্রবন্ধ। কিন্তু অন্তঃশীল পরিচয়ে প্রত্যেক রসোত্তীর্ণ লেখাই কবিতা। আর কথানিহিত যে কবিতাবোধ, সে এমন এক জিনিস, তার কাছে মূক হয়ে যেতেই হয়। আর এই কথানিহিত কবিতাবোধের প্রকাশ যদি হয় কবিতাতেই, তবে কী হয়? মানুষের অতখানি মূক হওয়ার ক্ষমতা নেই যে। সেই মুগ্ধ প্রগলভতাতেই আজ এসব লিখতে বসেছি। 

 

      লিখতে বসে ভাবছি -- বেদনা, শূন্যতা, প্রেম, হতাশা, সমসাময়িক একাকিত্ববোধ থেকে প্রাকৃত অতীতের কথাকাকলি -- এই সবকিছুর বোধ কত তীব্র হলে; এত পরস্পরবিরোধী, অসরল বিষয়গুলোকে কতটা সরল অনুভূতির সুতোয় বাঁধতে পারলে তবে এমন কবিতা লেখা যায়! অথচ কী সহজ এই কবিতাগুলি রচনার বিষয়ে কবির উক্তি : "আবহমান বাংলা কবিতার স্রোতঃপথে দুয়েকটি শুকনো পাতা উড়ে গিয়ে পড়ে। তাদের মর্মরধ্বনি মিশে যায় কবিতার নদীস্রোতে। আমার এ কবিতাগুলির তাৎপর্য অতটুকুই।... ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভব ও স্মৃতির মূল্যেই এদের মূল্য দিয়েছি, তার বেশি কিছু জানি না।.." (ব্লার্ব থেকে)

সুতরাং, বইয়ের নামকরণ ও ব্লার্ব থেকে বোঝা যায়, বাংলাভাষার বহুতর কাব্যস্রোতে একখানি হলুদ পাতা ভাসিয়ে দিলেন কবি -- অর্থাৎ, পাঠক ও শব্দশিল্পীর ওতপ্রোত সম্পর্ককে যেমন স্বীকার করে নিলেন, তেমনই স্বীকার করে নিলেন সহস্র মানুষের সম্মিলিত অন্তহীন চিন্তনপ্রবাহের অস্তিত্বের কথা। আমার ব্যক্তিগতভাবে ভাবতে ইচ্ছে করে, বড়ো কাব্যিকভাবে বৌদ্ধদর্শনের বিজ্ঞানপ্রবাহের ধারণাকে ব্যবহার করেছেন তিনি। 

 

      প্রথম কবিতা 'যাপন'-এ কবি ধরেছেন ব্যক্তিকাল কীভাবে ভেঙে দেয় ব্যক্তিকাল, একজনের যাপন এসে কীভাবে তছনছ করে দেয় আরেকজনের যাপন। কখনো মানুষ নিজের যাপন ভাঙে নিজেই। এই আজব পৃথিবীতে 'এই অদ্ভুত এই মজার বাড়িটাতে আটকে' থাকা কত হাজার যুগ, কেবল নিস্তরঙ্গ এক শান্তির আশায়। শান্তি কি আমরাও খুঁজছি না নিজেদের মতো করে? নাকি 'এলেবেলে' কবিতায় যে কষ্ট রেখেছেন কবি, তার কোনো অভিজ্ঞতা আমাদের নেই? আমাদেরও তো একটা করে নিজস্ব গল্প আছে, হয়তো এই জনমে তা আর বলা হলো না, সেই অপ্রকাশের ব্যথা দেখতে পেয়ে যান কবি -- "এজন্মে নয়, আমারও যে গল্প একটা আছে/সেসব নাহয় লিখব ফিরে এলে।" বারবার জীবনে ফিরে ফিরে এসে জীবনকে দেখার ইচ্ছা কবিকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, উনি দুঃখ চান, দুঃখের অণুবীক্ষণে দেখতে চান জীবনের জটিল চলন। মায়াঘন বর্ষার রাতের মতো দুটি চোখ চান - "দুঃখনিবৃত্তি আমার চাই না। আমি শুধু দুঃখের মেঘের ভিতর দিয়ে দেখতে চাই ওই দুটি কাজলকালো চোখের মায়াবী দৃষ্টি।" আবার "সমুদ্রগুপ্তের সহিস" কবিতায় দেখি ইতিহাসখ্যাত প্রবল প্রতাপান্বিত সম্রাট সমুদ্রগুপ্তের সহিস তিষ্যর কথা, অতীতের প্রাকৃতজনের কথা কবির মনে পড়ে হাল আমলের কলকাতার রুবির মোড়ে এক অটোচালককে দেখে। দুজনে অভেদ? মৃত্যু আর কালের মধ্য দিয়ে হেঁটে এসেছে শুধু? বর্তমান ব্যক্তিপরিচয় তবে কতটা গভীরে প্রোথিত? আদতে সত্তার সুস্থির পরিচয় আছে কি কোথাও? প্রশ্ন জাগে।

      কখনো কখনো নিজেকে অন্তর্মুখী করে কোলাহল থেকে সরিয়ে আনেন নিজেকে "মেলাফেরতা পথে"র মতো কবিতায়, তখন কবিকিশোরের কিশোরী হয় বা বুঝি কিরাতভূমির 'পরে অনাদিকাল বয়ে চলা মনুনদীখানি। আবার কুণ্ঠিত হন না "অসূয়ার অবতারদের প্রতি" কথাকষা প্রয়োগে। "আমার অসুস্থ ভাইয়ের জন্য" কবিতায় ক্ষমা চাওয়ার মধ্যে যে শ্লেষ রেখে যান সমাজের প্রতি, তা এড়ানো যায় না। 

 

      অবশেষে অনেক শব্দ, প্রতিবাদ, চিত্র, অনুভূতি, সত্তালগ্ন বেদনাবোধ পেরিয়ে বই শেষ হয়ে আসে। যেন কোনো বৃহত্তর সাধনার আপ্তির ক্ষণ আসে এগিয়ে। কবি এতক্ষণে জাগতিক ঘাতপ্রতিঘাতের স্তর থেকে বহু উপরে : "কিন্তু আমাকে আঘাত করা কঠিন।/কারণ, আমি কখনই আঘাতকারীর সমস্তরে আসব না।" তারপর কোনো এক শব্দদীপ নিভে যাওয়া নীরব রাত্রিকালে ওনার 'মন বিতর্কবিমুখ, অবলীন --/ নিজ অনুভবে'। উনি বুঝিয়ে দেন, মানুষের এই সুপ্রবল কথাবাক্যের আস্ফালন হাস্যকর অস্মিতা মাত্র। মৃত্যু এসে কেড়ে নেয় সব। এই ঈর্ষাবিষ, ছদ্মরূপতা -- সব এক লহমায় নিভে যায়। কেবল থাকে কথাতীত অনুভব। এই কি কবিতার আদি তত্ত্ব? কবিতা কি সেটাই যেটা আসলে লেখাই হয়ে ওঠে না কোনোদিন? কে জানে। "শেষ হয়েও হইল না শেষ।"

 

      সত্যি বলছি, এইরকম কয়েকটা বইয়ের সাথে সারাজীবন বেঁচে থাকা যায়।

'হলদে ডানার কাব্য' -ঐশী দাস ( Sem 3 / 2023-24)

 


 

আমার পুরোনো বই খুব ভালো লাগে

হলদে হয়ে ওঠা পুরনো  পৃষ্ঠায় পুরানো স্মৃতির ঘ্রাণে….

আমি আমার ফুসফুসে ভরে নিই।

ফুটপাথ থেকে বিভিন্ন বই ঘেঁটেঘুঁটে

বেছে বুছে এক - একধরনের হ্যান্ড মণি- মানিক্য

তাদের খুঁজে পেলে মনে হয় কোনো গুপ্তধনের নকশা পেলাম।

লাইব্রেরির  জমে থাকা ধুলি ধূসরিত জরাজীর্ণ বইগুলি,

যাদের বহু বছর কেউ খোঁজ  করেনি,যারা লাইব্রেরীর

সন -তারিখের চিহ্ন পৃষ্ঠায় নিয়ে

চাতকের মত কোনো এক পাঠকের অপেক্ষায় দিন গুনতে থাকে ,

তাদের আমি চুপকথা শুনি ।

নতুন রা্ংতায় মোড়ানো বইদের চেয়ে আমার,

বহুবার ব্যাবহৃত, অবহেলার চাদরে আবতৃ হয়ে বিক্রি করে দেওয়া

জীর্ণ মলাটের অনাথদের আমার ভীষন প্রিয়।

এরা কেবল লেখকদের কথাই বলে তা নয়,

এদের প্রতিটা পাতা জুড়ে আগের কোনও

ব্যর্থ কিংবা সাফল্য পাঠকের প্রতিটা সূক্ষ্ম

                     অনুভূতির সাক্ষী।

আর উপহারে পাওয়া বইগুলিতে থাকে অসংখ্য

অজানা - আপনজনে র নাম,

যারা হয়ত নিজেদের “Ego” এর কারণে আজ আর একসাথে নেই….

হয়তো  বা আছে !

পরে না - জানি কত হাত ঘুরে তারা

   অবশেষে আমার কাছে এসেছে ।

আমি তাদের ভাঙা মেরুদণ্ডে আঠা মাখিয়ে ,

হলদে হয়ে যাওয়া ছেঁড়া ডানায় সেলোটেপ

লাগাই, দুমড়ে মুচড়ে যাওয়া কান সোজা করি।

এই পুরোন বইগুলি তো শুধু

    ‌‌‌‌‌‌‌‌         ছাপার অক্ষরের গল্পঃ বলে না,

এরা প্রত্যেকে এক - একটি সময়ের ছাপের,

মুছে যাওয়া

ইতিহাসের সাক্ষী দেয়….।।

"বিংশ শতাব্দীর কবি" - ইমরোজ মুস্তাফী শিকদার

 

"জীবন"- মৈত্রেয়ী রায় ( Sem 3 / 2023/24)

 

জীবনে সব কিছুই খুব প্রয়োজন। ভালো থাকা, ভালো রাখা এবং মানিয়ে নেওয়া। জীবনে ভালো থাকার জন্য নিজেকে একটু সময় দেওয়া খুব প্রয়োজন। কারণ নিজেকে একটু সময় দিলে নিজের মধ্যে থাকা ভালো খারাপ গুলো বোঝার ক্ষমতা তৈরি হবে, সংশোধন করে সব কিছু ঠিক করার সুযোগ মিলবে।

অন্যদিকে একটা বা অনেক গুলো মানুষ কে ভালো রাখা টা খুব প্রয়োজন। মানুষকে ভালো রাখতে পারার  মধ্যেও একটা আলাদা আনন্দ আর তৃপ্তি থাকে। আর সঙ্গে থাকে একটা জয় কিছু পারার। জীবনে নিজে ভালো থাকার সাথে সাথে অন্যদের প্রতিও সমান যত্নশীল হয়ে ওঠা প্রয়োজন । তাহলে নিজের সাথে অন্যদেরও ভালো থাকাটা সহজ হয়ে ওঠে।

আর রইলো বাকি মানিয়ে নেওয়া সেতো একটা আলাদাই  বৈশিষ্ট্য ; যেটা সবাই খুব সহজে পারে না। সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করার মধ্যে যে দক্ষতা তা বিশেষ দ্রষ্টব্য। সব পরিস্তিতির সাথে মোকাবিলা করে টিকে থাকার ক্ষমতা খুব কম জনেরই হয় ; সেই সব মানুষ গুলো সম্মান পাওয়ার যোগ্য ।

জীবনে বহু বাধার সন্মুখিন হতে হবে কিন্তু ভয় না পেয়ে এগিয়ে চলার নামই জীবন। জীবনে অনেক ব্যর্থতা আসবে সেগুলোকে ভুলে  নতুন করে শুরু করার নামই জীবন। তাই জীবনে থেমে থাকলে চলবে না, আমাদেরকেও সমান তালে নিজেদের তৈরি করতে হবে। প্রত্যেক ব্যাক্তিই কোনো না কোনদিক থেকে সবল এবং তাকে সেই দিক টাকেই সবার সামনে তুলে ধরতে হবে।

হ্যা,এটা ঠিক যে জীবনে সত্যিই কিছু মানুষ থাকে যারা কাছে না থেকেও অনেকটা পাশে থাকে, তাদেরও অনেকটা সম্মান এবং ভালোবাসা প্রাপ্য।

আর যারা ভালোবাসতে জানে তারা জীবনে সব অসম্ভব জিনিসই  সম্ভব করে তুলতে জানে।

জীবন টা বহু ভালো খারাপ নিয়ে গঠিত,তাই পিছনে না তাকিয়ে বর্তমান কে সাথে নিয়ে ভবিষ্যতের দিকে পা বাড়ানো উচিত ।

"সেই মাঝি" - - Tiyasha Biswas [3rd Sem ( Hons)/ 2023-24]

 

আমি এক দিকভ্রান্ত নাবিক যেন,

এক নীল ধূসর দুরাশার মধ্য দিয়ে

আমার গন্তব্য শুরু করেছিলাম।


সময়টা ছিল গ্রীষ্মের,

হঠাৎ এক আচমকা ঝর এসে

এক মুহুর্তে সব কিছু নাড়িয়ে দিয়ে চলে গেল।


আমার পুরোনো জাহাজ চলছে,

তখনও বুঝিনি সর্বনাশের থাবা, ইতি মধ্যেই,

হাতছানি দিয়ে ডাকতে শুরু করেছে আমায়।


কিছু বুঝে ওঠবার আগেই,

জাহাজের তলা ছিদ্র হয়ে,

জল বুক পর্যন্ত উঠে গেছে।


ডুবে গেলাম আমি,

মাঝে মাঝে জল ছাড়িয়ে মাথা নাড়িয়ে

উঠে দেখার চেষ্টা করছি।


আপ্রানে চাইছি একটা তীরের সন্ধান,

কিন্তু এভাবে আর কতক্ষন?

সাঁতরে যে ক্লান্ত আমি।


জ্ঞান হারিয়ে ফেলে ছিলাম হয়ত,

মাঝের স্মৃতিগুলো আবছা,

শুধু মনে আছে দূর থেকে কেউ যেন আসছে।


হুম একেই হয়ত বলে ভাগ্যের ফের,

এত প্রবল ঝরের মধ্যেও এক মাঝি,

তার নৌকা নিয়ে আসছে, আমার দিকেই আসছে।


নিদ্রাচ্ছন্ন এই চোখদুটো আমার এবার বিশ্রাম চাইছে,

এই দীর্ঘব্যাপি লড়াইয়ে, আমার ক্লান্ত হাতগুলো, ব্যাকুল ভাবে ওই মাঝির প্রতীক্ষার্থী।


নৌকাটি কাছে এনে, আমার হাত ধরে,

আপ্রাণ তোলার চেষ্টা করে চলেছে, ওই মাঝি।

সংজ্ঞাহীন আমার তার পরের ঘটনাগুলো স্মৃতি বিলুপ্ত।


সকাল হয়েছে, ঘুম থেকে উঠে দেখি,

গতকালের প্রবল ঝড়ে সব কিছু তছনছ,

আর আমি এক অজানা তীরে ধুলাচ্ছন্ন অবস্থায় শুয়ে।


কিন্তু প্রকৃতির তান্ডবে, সব ওলটপালট হলেও,

সেই মাঝি এখনও আমার মাথার কাছে বসে,

আমার চোখ খোলার অপেক্ষায়।

SHORT STORY: "The Empty Matchboxes" by Suhita Bhattacharyaya ( Sem 1 - 4 years major / 2023-24)

 

 

Monsoon days had come. The colour of the sky was steel-grey. Cold winds were shaking the leaves of coconut trees. The image of the dark sky was dancing in the water of the pond. A boy of nine or ten years was reading his english textbook sitting on the earthen verandah of his hut. His eyes were soft, lips were thin and his thick black hair was curly. His skin colour was not very white and he was a bit frail but anyone could not help having an affection to him because of the dreaminess of his appearance. Now the cold wind was playing with his hair and touching his face tenderly. Leaning over his book, he read -- "Long ago from today, there was a king named Amarsakti. He was very good and kind king..."

   He quickly glanced up from the book to the gate. He was half-expecting his playmates to come and call him to go with them. But it was rainy season, which parents would want their child to catch cold by allowing him to play in rain? He sighed and continued reading - "King Amarsakti lived in a big sky-touching palace..."

  Here he stopped reading and murmured to himself, "sky-touching palace!" He looked at the sky. The sky was still a depressing steel-grey. Rain could come in any moment.

   "How big is that palace?", he asked to himself, "Does it touch the sky, the clouds, the stars, even the moon? Who makes the palace? Any magician, with a simple wave of his wand? God?"

   He stretched his hands towards the sky. "How far is the sky?" He could hardly reach the shelf of his house’s kitchen where his mother kept narus, sweets made with coconuts and sugar or jaggery.

   He ran one or two times on the yard, gazed at the sky. It started drizzling. He allowed the cool raindrops to touch his face. It was a very pleasant feeling. This feeling seemed to have given him a new, exciting idea. He was smiling to himself, a beautiful, warm and poetic smile. A spark of joy and excitement was dancing in the very center of the black pupils of his eyes. He picked up the book and ran back into the house. There was only one gloomy room. He placed the book on a side of the bed and peeped under the bed in search of a plastic bag full of empty matchboxes. He had collected one hundred matchboxes in one year from his mother and neighbours.

   "One hundred matchboxes! Just imagine!," he thought, "you have collected one hundred matchboxes!". This thought gave him goosebumps. Now he was going to make a big palace with those matchboxes and become a king like Amarsakti…Oh, that would be fun...

  But where was that plastic bag? He lit a candle and looked under the bed with more concentration. But no, there was no plastic bag. Now what? He stood up and tried to think about his activitiy with it. Where did he place it last time? Should he ask his mother? Would she know? After thinking of many impossible places of keeping it, he finally went to the kitchen.

   His mother was busy cleaning. He asked, "Mother, have you seen my plastic bag of matchboxes?"

Answering nothing, she continued what she was doing.

"Mother, please..."

Again there was no answer. But he didn't stop questioning, though in a slightly disappointed voice now,

"Don't you know mother? Where is that bag?"

Now she said in solemn voice, "Go back, why are you not reading? Don't disturb me."

He could not make out why she was being so cold to him. He waited for four or five seconds, then asked with a very small tug in the loose end of her sari, "Mother, you really don't know... where is it?"

   What happened after that was like a bomb explosion. At once she turned back, gave him a slap on the cheek and shouted in anger, "I asked you not to disturb me, didn't you hear? O for heaven's sake, when do you study?! You play all the time! Now go back at once and study. Otherwise you'll not get any food tonight."

     The boy stood there, dumbfounded. He was rubbing his cheeks with his left hand as tears crawled down from his eyes silently. He came out of the kitchen slowly. His mother was not looking at him and was lost in her works again. The boy felt a strong feeling of anger towards his mother which was expressed in the form of tears.

     The boy thought his mother was a stone-hearted woman but as he didn't look back at her, he didn't notice that she was also…

                                                    *****

 Though the rain had stopped, the sky was overcast. Evening was coming. The already dark sky was getting darker. The sounds of crickets from nearby bushes were ringing in the air. When the boy's mother came out of the kitchen, the first question that came in her mind was- "what is Sukhon doing now?"

   The boy, Sukhon, was sitting on the bed beside the window, like a stone-idol. Only his occasional movements of hands and legs to protect himself from mosquitoes let her know that he was not an inanimate object. There was no light in the room. It looked more gloomy in the last light of the day, coming through the thick cloud.

 Sukhon had not noticed his mother. He was gazing at the sky through the small window. "Su--"... suddenly she felt speechless. She - she didn't notice it before... Sukhon resembled his father very much..very very much. Yes, those two soft eyes, those hands, that small forehead like a half-moon, that chin... all was like his father. She looked at the photo of his father at the wall, smiling at her. She could remember now clearly... they were coming back from the city... a bus accident while they were crossing the road...and - and that sea of blood...Sukhon, in her lap, only a one-year old child then, not old enough to understand the whole matter, clutched tight by her...

   She felt a burning sensation in her eyes, soon her eyesight became blurred...

  ...she controlled herself and sat on the bed beside him with a glass of water and two biscuits. She placed her one hand on his head affectionately and said in a mild voice, "Sukhon...dear son..."

   The boy was startled and looked at her. His eyes were glistening. Tears were dried on his cheeks. It seemed that he was lost in the world of vague thoughts and came back in reality suddenly. Still gazing at the sky he replied, "Hm, say.”                      "Have some water and biscuits, son. There is not a single drop of milk in the house. I–I promise you, I'll give you milk tomorrow..." "I'm not hungry. I don't want any milk or anything."

"Eat it dear. You haven't eaten anything for long.."

Still he refused her.

"Oh," she said, "angry with mother? Don't..".She dared not to say more, her voice was trembling, that burning sensation came back in her eyes. Without letting him know, she mopped her eyes and called, "Sukhon..."

There was something in that voice which made Sukhon look at her. It sounded as if it was coming from very far away...

Sukhon took the glass and the biscuits and started to eat slowly.

"Son, do you want to know where all the matchboxes are?"

He had completed eating. Now he replied in a forlorn voice,

"Nah. When all is over..."

His mother took the glass from his hand and went to keep it at the kitchen. Then while lighting the lamp in the room, she said in a small voice,

"I gave it to Chhotasahib."

While placing the lamp on the desk, she saw by the corner of her eyes that Sukhon shook from head to foot for a second.

 He knew Chhotasahib. After his father became the brightest star in the sky, his mother had to earn money by washing clothes in some houses of the town. Mr Das's house was one of them. Mr and Mrs Das's son was Chhotasahib. Sukhon had never talked with him, only saw him one or two times when he used to go to those houses with mother. Mother taught Sukhon to call him Chhotasahib. Chhotasahib, always very solemn and serious about everything, gave Sukhon an unpleasant feeling.

He asked slowly in despairing, shocked voice,

"Why did you give it to him, mother?"

"He needs it, son. He has to make a model. He wants to make it with matchboxes. He says that it is very important for exam..."

 "Model making by matchboxes is important for exam?" Sukhon thought, "Is it a part of exam in those schools of town? I usually play with them."

 Actually, while having a talk with Mrs Das about Sukhon and his mischiefs, Sukhon's mother told about his hobby of collecting empty matchboxes and when Chhotasahib had to make a model, Mrs Das decided that it would be a good idea to make anything using empty matchboxes and so she wanted to buy all the matchboxes form Sukhon's mother in change of three hundred rupees.

Sukhon's mother agreed at once. She wanted to buy some milk for Sukhon. "My Sukhon loves to drink milk, now I'll be able to give him milk", thought she and received three hundred rupees by selling it.

 There shadows were dancing in the wall.

"What will he make, mother?"

"I don't know, dear.", replied she, now sitting on the same place of the bed beside him.

"Can I go with you tomorrow to Chhotasahib's house? I'll see the model - the matchboxes for one last time."

 She did not answer. Only the wall showed that the mother's shadow hugged the son's shadow affectionately. Pleasant cool air was coming through the window.


Book Review - "Angels and Demons" by - Dan Brown (Genres - Thriller, suspense) - Nirjala Mondal ( Sem -3 /2023-24)

 Dan Brown's ability to combine real places and fictional characters with fiction really amazes me. It is able to easily grab the attention of the reader with such subtlety and intricacy that deliberately uses its plot points to crip into the mind of the readers.

 The brilliant narration of this fast-paced story does not let the reader hold on to a point for too long. As a new situation arises, it is dealt with an immediate action without having to wait much longer to know the purpose. 

 The protagonist of the novel, Robert Langdon, is put on a situation where he is expected to be the one to grasp the situation and with his knowledge can solve the layers of mystery. The journey with the characters is nerve provoking, gives us a way to gaze upon their emotions. Overall, Angels and Demons is a captivating and immersive novel by Dan Brown that showcases the wonderfull intelligence of Brown's storytelling. His other works are The Da Vinci Code, Inferno, and Origin etc.


BOOK REVIEW OF "THE METAMORPHOSIS” BY FRANZ KAFKA By Ayesha Hossain (3rd sem/2023-24)



"As Gregor Samsa awoke one morning from uneasy dreams he found himself transformed in his bed into a gigantic insect"

The very first sentence of the story shakes the whole world of literature.  Kafka successfully arrested the attention of his readers at the very beginning. "The Metamorphosis" was published in 1915. Samsa, a traveling salesman, the protagonist of the story, wakes up one day and discovers his metamorphosed form of a gigantic insect. Here Kafka doesn't focus on the cause but the effect of the transformation. This is not about fantasy which is only prisoned in books, but it transgresses the boundary of bookworld to our life. The very title reminds us of the Roman poet Ovid’s "The Metamorphoses". Ovid and Kafka both showed how the tragic transition of life can affect the normal system. Samsa's change of physical appearance makes the rough and bumpy transition of his life. We see the ugly reality of our life through Samsa. People become completely blind when simple normal life takes the form of complexity. According to this selfish world, people like Samsa are a burden on Earth and they have no right to exist.

 To me the most striking feature is that despite being transformed into an insect, Samsa's feelings remained human just like Actaeon of Ovid’s The Metamorphoses, where he was transformed into a stag by the curse of Diana, the goddess of the hunt, but only by the physical appearance.

The transformation doesn’t include Samsa only but also his family members. The reaction of his family after the discovery indeed sends shivers down our spine. Our tragic hero Samsa was the spine of the family. As a punctual character he was maintaining his responsibility with respect. But the continuity got interrupted by his transformation. Kafka shows the harsh reality of life where money becomes the focus of life instead of humanity. People are ready to stake humanity to get the money prize. People will love you until you work and earn money. Money becomes the first priority. And the exact same thing will happen in this story. Samsa's desire to live is indeed praiseworthy. He kept himself strong till the end but the disgusted eyes of family kept hammering his hopeful soul. Their behaviour was almost an emotional abuse. Samsa then realizes that he had become a burden on the shoulder of his family instead of the burden-bearer. Unfortunately his combatant was his own family. It was a battle between the body and mind, the appearance and the reality. That's how he becomes disgusted with himself.

From the very beginning itself, whether it's "The Metamorphoses" by Ovid or "The Metamorphosis" by Franz Kafka, both writers took the crippled hand of tragedy in their writings.

The story is dark and the foggy atmosphere of depression pervades it. Not everybody finds the story interesting. Alienation, absurdity of existence, vulnerability are the main themes explored in this story. The ending of the story may also not satisfy some readers. Kafka forces us to question the longevity of forever, how long people will love you and the boundaries between the self and the world. The writer thunders truth in the pleasant disguise of illusion in his story. He has penned down something which is real yet tragic at the same time.

Overall the story has enough power to make us realize the actual reality of life. I would recommend this story to anyone who is interested in the complexities of the human condition. It's not just a story but a hard slap on the face of society. The fictional story is in the form of non-fictional with symbolic meaning unique in the literary context.

At last I would highly recommend this story to everyone who is ready to learn the actual strategy of life, the mysterious plan of this world, the pain of isolation.

"I cannot make you understand. I cannot make anyone understand what is happening inside me. I cannot even explain it to myself."

 

-          Franz Kafka, The Metamorphosis 

"আমরা নারী " -- স্নেহা ঘোষ

আমরা নারী

 সত্যিই কী আমরা মনের কথা খুলে বলতে পারি?

আমরা সেই না পাওয়ার দেশ থেকে আসি

যেখানে আবেগের বশে করে যাওয়া কাজগুলো

বড্ড কুড়েকুড়ে খায়                

 আমরা বারংবার ভুল করি

সেই ভুল থেকে শিক্ষাও পাই

আবার সেই ভুল করি

 আমরা হয়তো সেই

 উড়ন্ত দিক ভুল করা পাখি

যারা এখনো সঠিক শ্রেয় ঠিকানা পায়নি খুঁজে।

আমরা হয়তো সেই

সদ্য প্রস্ফূটিত ফুলের কুড়ি

যা ঝরে পড়ে যায় কোন পুরুষের পদতলে

আমরা নারী

আমরা হয়তো সেই প্রবাহমান বাতাস

যার নেই কোন দিক, কোন গতি

আমরা সেই নারী যে বারংবার ভুল করি

ভুল করে নিজেকে শুধরে নিতে চাই

আবেগের বশে কাজ করে বসি

আবার ভালোবেসেও ফেলি

সেই থেকে শিক্ষাও পাই শিক্ষাটা নিই হয়তো

আবার নয়

আমরা সেই নারী যে প্রতিবাদ করার ক্ষমতা রাখে না

যার প্রতিবাদ ফুটে ওঠে তাঁর লেখনীর মাধ্যমে

সে লেখা হয়তো সবার কাছে পৌঁছায় না

সে যে বলতে ভয় পায়, সে যে ভীরু

সে যে

Kamala Das বা Anne Bradstreet

এদের মতো সাহসী নয়।।

আমরা নারী

আমরা সেই পথেই চলে যাই,

যে পথ আমাদের বারংবার খোঁজে

কোনো এক অন্য, অজানা কারণে।।

আমরা সেই নারী

যে দিক ভুল করি, আবার ফিরে আসারও চেষ্টা করি

কিন্তু, হয়তো হয় না

আমরা নারী

আমাদের প্রিয় মানুষটাকে চোখের সামনে দেখলে,

মনের মধ্যে লুকিয়ে রাখা কথাগুলো বড্ড বলতে ইচ্ছে করে।।

কিন্তু, কোথাও না কোথাও এক গুপ্ত ভয় কাজ করে

যদি সে রেগে চলে যায়,

যদি সে ফিরে না আসে আর

আর হয়তো তাকে যদি ফিরে না পাই

থাক কী দরকার বলার??

এই থাক, থাক বলেই আমাদের মতো

কত নারীর কত স্বপ্ন পড়ে আছে

কোন এক ঘরের কোণায়।।

বড্ড ভয় করে

আমরা যে নারী

সত্যিই কী আমরা মনের কথা খুলে বলতে পারি?... 



"THE UGLY DUCKLING"- A Moral Story by Sneha Ghosh ( Sem 3/2023-24)

 

Mommy duck lived on a farm. In her nest, she had five little eggs and one big egg. One day, the five little eggs started to crack, five pretty, yellow baby ducklings came out. Then the big egg started to crack. One big ugly duckling came out.  ‘That’s strange' thought mummy Duck. Nobody wanted to play with that ugly one. ‘Go away’, said his brothers and sisters, “You’re ugly!” The ugly duckling was sad. So, he went to find some new friends.

Go away!”  Said the pig.

“Go away!”   Said the cow.

“Go away!”   Said the Horse.

“Go away!”  Said the sheep.

No one wanted to be his friend. It started to get cold. It started to get snow. The ugly duckling found an empty barn and lived there. He was cold, sad and alone. Then spring came. The ugly duckling left the barn and went back to the pond. He was very thirsty and put his beak into the water. He saw a beautiful white bird.  “Wow”! he said. ‘Who’s that?’  

“It’s you”, said another beautiful, white bird. “Me? But I’m an ugly duckling.” Not anymore, you’re a beautiful swan, like me. Do you want to be my friend?  Yes, he smiled. All the other animals watched as the two swans flew away. And they remained friends forever.

Moral: There is no harm if it takes time to choose the right friend in life. But, let the right friend comes in life.