'হলদে ডানার কাব্য' -ঐশী দাস ( Sem 3 / 2023-24)

 


 

আমার পুরোনো বই খুব ভালো লাগে

হলদে হয়ে ওঠা পুরনো  পৃষ্ঠায় পুরানো স্মৃতির ঘ্রাণে….

আমি আমার ফুসফুসে ভরে নিই।

ফুটপাথ থেকে বিভিন্ন বই ঘেঁটেঘুঁটে

বেছে বুছে এক - একধরনের হ্যান্ড মণি- মানিক্য

তাদের খুঁজে পেলে মনে হয় কোনো গুপ্তধনের নকশা পেলাম।

লাইব্রেরির  জমে থাকা ধুলি ধূসরিত জরাজীর্ণ বইগুলি,

যাদের বহু বছর কেউ খোঁজ  করেনি,যারা লাইব্রেরীর

সন -তারিখের চিহ্ন পৃষ্ঠায় নিয়ে

চাতকের মত কোনো এক পাঠকের অপেক্ষায় দিন গুনতে থাকে ,

তাদের আমি চুপকথা শুনি ।

নতুন রা্ংতায় মোড়ানো বইদের চেয়ে আমার,

বহুবার ব্যাবহৃত, অবহেলার চাদরে আবতৃ হয়ে বিক্রি করে দেওয়া

জীর্ণ মলাটের অনাথদের আমার ভীষন প্রিয়।

এরা কেবল লেখকদের কথাই বলে তা নয়,

এদের প্রতিটা পাতা জুড়ে আগের কোনও

ব্যর্থ কিংবা সাফল্য পাঠকের প্রতিটা সূক্ষ্ম

                     অনুভূতির সাক্ষী।

আর উপহারে পাওয়া বইগুলিতে থাকে অসংখ্য

অজানা - আপনজনে র নাম,

যারা হয়ত নিজেদের “Ego” এর কারণে আজ আর একসাথে নেই….

হয়তো  বা আছে !

পরে না - জানি কত হাত ঘুরে তারা

   অবশেষে আমার কাছে এসেছে ।

আমি তাদের ভাঙা মেরুদণ্ডে আঠা মাখিয়ে ,

হলদে হয়ে যাওয়া ছেঁড়া ডানায় সেলোটেপ

লাগাই, দুমড়ে মুচড়ে যাওয়া কান সোজা করি।

এই পুরোন বইগুলি তো শুধু

    ‌‌‌‌‌‌‌‌         ছাপার অক্ষরের গল্পঃ বলে না,

এরা প্রত্যেকে এক - একটি সময়ের ছাপের,

মুছে যাওয়া

ইতিহাসের সাক্ষী দেয়….।।

Comments

Popular posts from this blog

"THE HOUSE OF CARDS "- ANISHA BARIK [English Hons( Session -2018-2021)]