"বিংশ শতাব্দীর কবি" - ইমরোজ মুস্তাফী শিকদার
মোদের পরিচয় বিংশ শতকের হতভাগা আধুনিক কবি,
লেখনীর
দ্বারা অঙ্কন করি, মোদের মনের ছবি।
মাঝে
মাঝে ভাবি ছেড়ে দিয়ে সব, কাজ করি বাহুবলে,
দিনকাল-ই
আলাদা কবিতা লিখে আর কি সংসার চলে?
মনের
মধ্যে গভীর চিন্তা, যাওয়া-আসা করে রোজ,
দুঃখ
তো এই যন্ত্রের জগতে পাঠকের নাই খোঁজ।
ম্যাগাজিন
কাঁদে, খবরের কাগজ কাঁদে, কাঁদে গ্রন্থাগার,
কৌতুক
হেসে মোবাইল খানা, জীবনটা করে অসার ।
এ
যন্ত্র এসে জগতের সব সুখ-শান্তি নিল কেড়ে,
লেখকের
ভাত ছিনিয়ে নি্ল, অনলাইন আসার জেরে।
নিজে
লিখে, নিজেকেই শোনাই, নিজেরই লেখা কবিতা
ছন্দ
মেলেনা, অর্থ মেলেনা, মেলেনা মনের ছবিটা।
চুলদাড়ি
বেড়ে সাধুর মতো, জটলা গিয়েছে বেঁধে,
লোকজন
দেখে পাগল-ও বলছে বুকটা যাচ্ছে কেঁদে।
কে
আর বুঝবে শিল্পীর মন, অতলে তলিয়ে থাকে,
এগিয়েছে
যুগ, পিছিয়েছে মানবিকতা, ভবিষ্যৎ দুর্বিপাকে।
তাওতো
সবে বিংশ শতক, তাতেই এ করুন অবস্থা,
আগামী দিনে লেখক থাকবে
তো? এটাই মোর চিন্তা।
Comments
Post a Comment