"জীবন"- মৈত্রেয়ী রায় ( Sem 3 / 2023/24)

 

জীবনে সব কিছুই খুব প্রয়োজন। ভালো থাকা, ভালো রাখা এবং মানিয়ে নেওয়া। জীবনে ভালো থাকার জন্য নিজেকে একটু সময় দেওয়া খুব প্রয়োজন। কারণ নিজেকে একটু সময় দিলে নিজের মধ্যে থাকা ভালো খারাপ গুলো বোঝার ক্ষমতা তৈরি হবে, সংশোধন করে সব কিছু ঠিক করার সুযোগ মিলবে।

অন্যদিকে একটা বা অনেক গুলো মানুষ কে ভালো রাখা টা খুব প্রয়োজন। মানুষকে ভালো রাখতে পারার  মধ্যেও একটা আলাদা আনন্দ আর তৃপ্তি থাকে। আর সঙ্গে থাকে একটা জয় কিছু পারার। জীবনে নিজে ভালো থাকার সাথে সাথে অন্যদের প্রতিও সমান যত্নশীল হয়ে ওঠা প্রয়োজন । তাহলে নিজের সাথে অন্যদেরও ভালো থাকাটা সহজ হয়ে ওঠে।

আর রইলো বাকি মানিয়ে নেওয়া সেতো একটা আলাদাই  বৈশিষ্ট্য ; যেটা সবাই খুব সহজে পারে না। সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করার মধ্যে যে দক্ষতা তা বিশেষ দ্রষ্টব্য। সব পরিস্তিতির সাথে মোকাবিলা করে টিকে থাকার ক্ষমতা খুব কম জনেরই হয় ; সেই সব মানুষ গুলো সম্মান পাওয়ার যোগ্য ।

জীবনে বহু বাধার সন্মুখিন হতে হবে কিন্তু ভয় না পেয়ে এগিয়ে চলার নামই জীবন। জীবনে অনেক ব্যর্থতা আসবে সেগুলোকে ভুলে  নতুন করে শুরু করার নামই জীবন। তাই জীবনে থেমে থাকলে চলবে না, আমাদেরকেও সমান তালে নিজেদের তৈরি করতে হবে। প্রত্যেক ব্যাক্তিই কোনো না কোনদিক থেকে সবল এবং তাকে সেই দিক টাকেই সবার সামনে তুলে ধরতে হবে।

হ্যা,এটা ঠিক যে জীবনে সত্যিই কিছু মানুষ থাকে যারা কাছে না থেকেও অনেকটা পাশে থাকে, তাদেরও অনেকটা সম্মান এবং ভালোবাসা প্রাপ্য।

আর যারা ভালোবাসতে জানে তারা জীবনে সব অসম্ভব জিনিসই  সম্ভব করে তুলতে জানে।

জীবন টা বহু ভালো খারাপ নিয়ে গঠিত,তাই পিছনে না তাকিয়ে বর্তমান কে সাথে নিয়ে ভবিষ্যতের দিকে পা বাড়ানো উচিত ।

Comments

Popular posts from this blog

"THE HOUSE OF CARDS "- ANISHA BARIK [English Hons( Session -2018-2021)]