"সেই মাঝি" - - Tiyasha Biswas [3rd Sem ( Hons)/ 2023-24]
আমি এক দিকভ্রান্ত নাবিক যেন,
এক নীল ধূসর দুরাশার মধ্য দিয়ে
আমার গন্তব্য শুরু করেছিলাম।
সময়টা ছিল গ্রীষ্মের,
হঠাৎ এক আচমকা ঝর এসে
এক মুহুর্তে সব কিছু নাড়িয়ে দিয়ে চলে গেল।
আমার পুরোনো জাহাজ চলছে,
তখনও বুঝিনি সর্বনাশের থাবা, ইতি মধ্যেই,
হাতছানি দিয়ে ডাকতে শুরু করেছে আমায়।
কিছু বুঝে ওঠবার আগেই,
জাহাজের তলা ছিদ্র হয়ে,
জল বুক পর্যন্ত উঠে গেছে।
ডুবে গেলাম আমি,
মাঝে মাঝে জল ছাড়িয়ে মাথা নাড়িয়ে
উঠে দেখার চেষ্টা করছি।
আপ্রানে চাইছি একটা তীরের সন্ধান,
কিন্তু এভাবে আর কতক্ষন?
সাঁতরে যে ক্লান্ত আমি।
জ্ঞান হারিয়ে ফেলে ছিলাম হয়ত,
মাঝের স্মৃতিগুলো আবছা,
শুধু মনে আছে দূর থেকে কেউ যেন আসছে।
হুম একেই হয়ত বলে ভাগ্যের ফের,
এত প্রবল ঝরের মধ্যেও এক মাঝি,
তার নৌকা নিয়ে আসছে, আমার দিকেই আসছে।
নিদ্রাচ্ছন্ন এই চোখদুটো আমার এবার বিশ্রাম চাইছে,
এই দীর্ঘব্যাপি লড়াইয়ে, আমার ক্লান্ত হাতগুলো, ব্যাকুল ভাবে ওই
মাঝির প্রতীক্ষার্থী।
নৌকাটি কাছে এনে, আমার হাত ধরে,
আপ্রাণ তোলার চেষ্টা করে চলেছে, ওই মাঝি।
সংজ্ঞাহীন আমার তার পরের ঘটনাগুলো স্মৃতি বিলুপ্ত।
সকাল হয়েছে, ঘুম থেকে উঠে দেখি,
গতকালের প্রবল ঝড়ে সব কিছু তছনছ,
আর আমি এক অজানা তীরে ধুলাচ্ছন্ন অবস্থায় শুয়ে।
কিন্তু প্রকৃতির তান্ডবে, সব ওলটপালট হলেও,
সেই মাঝি এখনও আমার মাথার কাছে বসে,
আমার চোখ খোলার অপেক্ষায়।
Comments
Post a Comment