তোমার কাছে আমার কথার ইচ্ছে নিভে আসে।
তোমার নামে জল ছুঁয়ে যায় আকাশজোড়া নীলে,
জল-ছোঁয়ানো তারার নামে দিব্যি আমি কাটি :
ভুলব আমার চলার পথে দাঁড়িয়ে কারা ছিল।
'ভুলব' বলেই ভুলতে পারা সহজ নাকি এত?
তোমার খোঁজে চললে তুমি, আমার ছায়া দূরে...
মেঘ ভেসে যায়, চুপটি করে বৃষ্টি নেমে আসে,
তারার বাতি আমার কাছে, আঁচল ডোবা জলে..।
ততক্ষণে তোমার পায়ের চিহ্ন ধুয়ে গেছে,
ফুল ঝরে যায় বাউলগানে: উদাস শীতের বেলা,
তোমার শপথ বড়োই কঠিন, তাও কি সঠিক ছিল?
সুরের কাছে আমার ঋণে রইনু বাঁধা একা।
আজকে আবার নতুন করে দীপ জ্বালাব আমি,
দীপক রাগে সুর করেছি আমার সকল গানে,
তোমার নামে জ্বালাই তারা ভাগীরথীর বুকে...,
দীপজনমে রাখব আমার সকল প্রতিশ্রুতি।।
--- সুহিতা ভট্টাচার্য্য
Comments
Post a Comment