আমরা নারী।
সত্যিই কী আমরা মনের কথা খুলে বলতে পারি?
আমরা সেই
না পাওয়ার দেশ থেকে আসি
যেখানে
আবেগের বশে করে যাওয়া কাজগুলো
বড্ড কুড়েকুড়ে
খায়।
আমরা বারংবার ভুল করি
সেই ভুল
থেকে শিক্ষাও পাই।
আবার সেই
ভুল করি।
আমরা হয়তো সেই
উড়ন্ত দিক ভুল করা পাখি
যারা এখনো
সঠিক শ্রেয় ঠিকানা পায়নি খুঁজে।
আমরা হয়তো
সেই
সদ্য প্রস্ফূটিত ফুলের কুড়ি
যা ঝরে
পড়ে যায় কোন পুরুষের পদতলে।
আমরা নারী।
আমরা হয়তো
সেই প্রবাহমান বাতাস।
যার নেই কোন দিক, কোন গতি।
আমরা সেই
নারী যে বারংবার ভুল করি
ভুল করে
নিজেকে শুধরে নিতে চাই।
আবেগের
বশে কাজ করে বসি
আবার ভালোবেসেও
ফেলি।
সেই থেকে
শিক্ষাও পাই। শিক্ষাটা নিই হয়তো
আবার নয়।
আমরা সেই
নারী যে প্রতিবাদ করার ক্ষমতা রাখে না।
যার প্রতিবাদ
ফুটে ওঠে তাঁর লেখনীর মাধ্যমে।
সে লেখা
হয়তো সবার কাছে পৌঁছায় না।
সে যে বলতে
ভয় পায়, সে যে ভীরু।
সে যে
Kamala Das বা Anne Bradstreet
এদের মতো
সাহসী নয়।।
আমরা নারী
আমরা সেই
পথেই চলে যাই,
যে পথ আমাদের
বারংবার খোঁজে।
কোনো এক
অন্য, অজানা কারণে।।
আমরা সেই
নারী
যে দিক
ভুল করি, আবার ফিরে আসারও চেষ্টা করি।
কিন্তু, হয়তো হয় না।
আমরা নারী।
আমাদের প্রিয় মানুষটাকে চোখের সামনে দেখলে,
মনের মধ্যে লুকিয়ে রাখা কথাগুলো বড্ড বলতে ইচ্ছে করে।।
কিন্তু, কোথাও না কোথাও
এক গুপ্ত ভয় কাজ করে।
যদি সে
রেগে চলে যায়,
যদি সে
ফিরে না আসে আর।
আর হয়তো
তাকে যদি ফিরে না পাই
থাক কী
দরকার বলার??
এই থাক, থাক বলেই আমাদের মতো
কত নারীর
কত স্বপ্ন পড়ে আছে
কোন এক
ঘরের কোণায়।।
বড্ড ভয়
করে
আমরা যে নারী।
সত্যিই কী আমরা
মনের কথা খুলে বলতে পারি?...
No comments:
Post a Comment