Sunday, 14 January 2024

Department

 



"জীবন" - সবুজ চক্রবর্তী (প্রথম সেমিস্টার/2023-24)


জীবন মানে কি হাতে গোনা কয়েকটা দিন ? 

না, তা বললে হবো যে নিতান্তই অর্বাচীন। 

জীবন মানে এক কঠিন সত্যি, 

যা বলতে নেই কোনো বিপত্তি।


জীবন মানে সম্পর্কের ভাঙ্গাগড়া,

জীবন মানে সুখ-দুঃখের টানা-পড়া।

জীবন মানে সব বাধা কাটিয়ে এগিয়ে চলা, 

জীবন মানে বাস্তবের নৌকায় ভেসে চলা।


জীবন মানে বেঁচে থাকার পরীক্ষা, 

জীবন মানে মৃত্যুর এক অবিশ্রান্ত প্রতীক্ষা ।।

" Alpana"- Sreya Pal ( Sem 3 / 2023-24)

 






A Graphic Story - Ishika (Sem 1 4 years Major / 2023-24)

 



              

               Please click on this link -     "Othelo"- A Graphic Representation 


"Decoration" - Anushka Dutta ( Sem 3 / 2023-24)


 

Saturday, 13 January 2024

"দীপজনম"- Suhita Bhattacharyaya ( Sem 1 4 Years Major/ 2023-24)

 
তোমার কাছে আমার কথার ইচ্ছে নিভে আসে।
 
তোমার নামে জল ছুঁয়ে যায় আকাশজোড়া নীলে,
 
জল-ছোঁয়ানো তারার নামে দিব্যি আমি কাটি :
 
ভুলব আমার চলার পথে দাঁড়িয়ে কারা ছিল।
 
 
'ভুলব' বলেই ভুলতে পারা সহজ নাকি এত?
 
তোমার খোঁজে চললে তুমি, আমার ছায়া দূরে...
 
মেঘ ভেসে যায়, চুপটি করে বৃষ্টি নেমে আসে,
 
তারার বাতি আমার কাছে, আঁচল ডোবা জলে..।
 
 
ততক্ষণে তোমার পায়ের চিহ্ন ধুয়ে গেছে,
 
ফুল ঝরে যায় বাউলগানে: উদাস শীতের বেলা,
 
তোমার শপথ বড়োই কঠিন, তাও কি সঠিক ছিল?
 
সুরের কাছে আমার ঋণে রইনু বাঁধা একা।
 
 
আজকে আবার নতুন করে দীপ জ্বালাব আমি,
 
দীপক রাগে সুর করেছি আমার সকল গানে,
 
তোমার নামে জ্বালাই তারা ভাগীরথীর বুকে...,
 
দীপজনমে রাখব আমার সকল প্রতিশ্রুতি।।
 
 
 
                                                              --- সুহিতা ভট্টাচার্য্য