Monday, 15 January 2024
Sunday, 14 January 2024
"জীবন" - সবুজ চক্রবর্তী (প্রথম সেমিস্টার/2023-24)
জীবন মানে কি হাতে গোনা কয়েকটা দিন ?
না, তা বললে হবো যে নিতান্তই অর্বাচীন।
জীবন মানে এক কঠিন সত্যি,
যা বলতে নেই কোনো বিপত্তি।
জীবন মানে সম্পর্কের ভাঙ্গাগড়া,
জীবন মানে সুখ-দুঃখের টানা-পড়া।
জীবন মানে সব বাধা কাটিয়ে এগিয়ে চলা,
জীবন মানে বাস্তবের নৌকায় ভেসে চলা।
জীবন মানে বেঁচে থাকার পরীক্ষা,
জীবন মানে মৃত্যুর এক অবিশ্রান্ত প্রতীক্ষা ।।
Saturday, 13 January 2024
"দীপজনম"- Suhita Bhattacharyaya ( Sem 1 4 Years Major/ 2023-24)
তোমার কাছে আমার কথার ইচ্ছে নিভে আসে।
Subscribe to:
Posts (Atom)